News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

নিরাপত্তা বিষয়ক বিতর্কিত বিলের বিরুদ্ধে জাপানে বিক্ষোভ

নিরাপত্তা বিষয়ক বিতর্কিত বিলের বিরুদ্ধে জাপানে বিক্ষোভ

জাপানি সেনাদের বিদেশের মাটিতে লড়াইয়ের ক্ষমতা দিয়ে পাস করা নিরাপত্তা বিষয়ক দু’টি বিতর্কিত বিলের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ প্রদর্শণ করেছেন নাগরিকরা। সংসদের সামনে রোববার জমায়েত হয়েছেন হাজার হাজার জাপানি নাগরিক।

গত ১৬ জুলাই নিরাপত্তা বিষয়ক দু’টি বিতর্কিত বিল পাস করে জাপানি সংসদের নিন্মকক্ষ। আসছে শরতে বিল দু’টো উচ্চকক্ষে উপস্থাপিত হওয়ার কথা। এ কক্ষে পাস হলে আইনে পরিণত হবে এগুলো।

উচ্চকক্ষে বিলগুলো পাস হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশের সীমান্ত পেরিয়ে লড়াইয়ের ক্ষমতা পাবে জাপানি সেনাবাহিনী।

এদিকে, বিলটি নিম্মকক্ষে পাস হওয়ার একদিন আগে থেকেই রাজধানী টোকিওতে হাজার হাজার বিক্ষোভকারী এর বিপক্ষে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভকারীরা এখনও তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

দেশটির সংবিধান অনুযায়ী, আত্মরক্ষায় দেশের অভ্যন্তরে এতোদিন লড়তে পারতো নিরাপত্তা বাহিনী। কিন্তু এ আইনের ক্ষমতাবলে দেশের বাইরে কোনো মিত্রদেশ আক্রান্ত হলেও জাপানি সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে পারবে।

তবে প্রধানমন্ত্রী শিনজো আবে বলছেন, নতুন কোনো লড়াইয়ে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার বা তার দেশের নেই।

বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপ বলছে, জাপানের অর্ধেকের বেশি নাগরিক বিল দু’টোর পক্ষে নেই। তবে, চলমান বিক্ষোভে অংশ নেওয়াদের বেশিরভাগই জাপানের ছাত্র ও তরুণ জনগোষ্ঠী।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়