বৈরুতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের বিরুদ্ধে বিক্ষোভ
লেবাননের বৈরুতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো জনতা। বিক্ষোভ চলাকালে কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে। খবর এএফপি।
গত শনিবার সমগ্র দেশ থেকে নানা শ্রেণি-পেশার মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজধানীতে ভিড় জমাতে থাকে। এই প্রতিবাদ কর্মসূচী সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে আয়োজকেরা।
এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজক ছিল ‘ইউ স্টিংক’ নামের একটি প্রচারাভিযানের সদস্যরা। তাদের দাবি, পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে একটি বিবৃতিও দেয়া হয়েছে।
লেবাননের ঐতিহাসিক মারটার স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। অংশগ্রহণকারীদের অনেকে লেবাননের জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করছিলেন।
প্রতিবাদ কর্মসূচী শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তবে মিছিলের শেষ পর্যায়ে কিছু তরুণের নেতৃত্বে একটি দল প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশে রওনা দেয়। এসময় কাঁটাতারের বেড়া ভাঙার চেষ্টা করা হয় এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের দিকে ঢিল ছোড়ার ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবাদ কর্মসূচীতে লেবাননের পরিবেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মাচুনুকের পদত্যাগ দাবি করা হয়েছে। একইসাথে পৌরসভাগুলোকে সংশ্লিষ্ট শহরের আবর্জনা পরিষ্কারের দায়িত্ব নেয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই একই দাবিতে আয়োজিত পৃথক মিছিল কর্মসূচি
এক পর্যায়ে সহিংস আকার ধারণ করে। সেসময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








