News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৩, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দেশটিতে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার আরও দুটি প্রধান শহরে প্রধানমন্ত্রী পদ থেকে নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে হাজারো মানুষ।

এদিকে, এরই মধ্যে দেশটির পুলিশ বিভাগ এই কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। খবর বিবিসি, রয়টার্স।

দুর্নীতির অভিযোগে চাপের মুখে থাকা প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বিএইচডির তহবিল থেকে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। যদিও দেশটির দুর্নীতি দমন সংস্থার তদন্তে রাজাক নির্দোষ ঘোষিত হয়েছেন, তবে বিতর্ক তার পিছু ছাড়ছে না। নাজিব রাজাক কোনো ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

এদিকে, এ ঘটনায় নাজিব রাজাকের ভূমিকার সমালোচনা করা উপ-প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তদন্তে জড়িত থাকা অ্যাটর্নি জেনারেল পদেও পরিবর্তন আনা হয়। বদলি করা হয় তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও।

পুলিশের দাবি, গত শনিবারের বিক্ষোভ মিছিলে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে বিক্ষোভ কর্মসূচির আয়োজক সংগঠন বেরসিহ বলছে, এতে প্রায় ২ লাখ নাগরিক অংশ নিয়েছে। র‍্যালিতে অনেকেই হলুদ টি-শার্ট পরা ছিলেন। এসময় অনেকে ‘আউট, নাজিব, আউট’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। মূলত দুই দিন ধরে এই র‍্যালি চলার কথা রয়েছে। রোববার মধ্যরাত পর্যন্ত র‍্যালি অব্যাহত থাকবে বলে আয়োজকসূত্রে জানা গেছে।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে যোগ দিতে অনেকেই রাস্তায় শুয়ে রাত্রিযাপন করেন।

এদিকে শনিবার আকস্মিকভাবে বিক্ষোভ মিছিলে উপস্থিত হন দেশটির সাবেক সরকার প্রধান ও জাতীয় নেতা মাহাথির মোহাম্মদ। এসময় উপস্থিত জনতাকে তিনি ‘কর্মসূচি চালিয়ে যাওয়ার’ নির্দেশ দেন। কিছুদিন আগেই এ বিষয়টি নিয়ে নিজের ব্লগে রাজাকের সমালোচনা করেছিলেন মাহাথির। সে সময় ‘অনাস্থা ভোটের’ দাবি জানিয়েছিলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়