পাঁচ সন্তান থাকলে ২ লাখ রুপি পুরস্কার ঘোষণা শিবসেনার
কোনো হিন্দু পরিবারে ৫ সন্তান থাকলে তাদের দুই লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর প্রদেশে শিব সেনার আগ্রা শাখা।
শিবসেনার জেলা প্রধান ভিনু লাভানিয়া বলেছেন, সম্প্রতি আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী হিন্দু জনসংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে শিবসেনার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি জানান, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে যে হিন্দু পরিবারে ৫টি সন্তান জন্ম হয়েছে তাদের ২ লাখ রুপি করে পুরস্কার দেওয়া হবে। এজন্য পৌরসভা থেকে ইস্যু করা জন্মের প্রমাণপত্র দেখাতে হবে।
তবে কেন্দ্রীয় শিবসেনার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, এ ধরণের ঘোষণা যিনি দিয়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দলীয়ভাবে শিবসেনা এ ধরণের কোনো সিদ্ধান্ত নেয়নি। দল এ বিষয়ে কিছু জানে না।
আদমশুমারি রিপোর্টে প্রকাশ, ভারতে ২০০১ সালে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ২৯.৫২ শতাংশ। ২০১১ সালে এই বৃদ্ধির হার কমে ২৪.৬০-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০০১ সালে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৯.৯২ শতাংশ। ২০১১ সালে এই বৃদ্ধির হার ১৬.৭৬ শতাংশে দাঁড়িয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








