News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৫, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

ব্যাংককে বোমা হামলাকারী ‘তুরস্কের নাগরিক’ গ্রেপ্তার

ব্যাংককে বোমা হামলাকারী ‘তুরস্কের নাগরিক’ গ্রেপ্তার

ব্যাংককে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় তুরস্কের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে কয়েক ডজন পাসপোর্ট পাওয়া গেছে বলে দাবি করেছেন একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিভাগের মুখপাত্র কর্নেল বানফোট ফুনফিয়েন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তুরস্কের নাগরিক। তিনি অনেকগুলো পাসপোর্টের অধিকারী। কীভাবে তিনি এতগুলো পাসপোর্ট বহন করেন, এটা অস্বাভাবিক।

শনিবার সেনা ও পুলিশের এক অভিযানে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি গ্রেপ্তার করা হয়। কয়েক ডজন পাসপোর্টের সঙ্গে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় তার কাছ থেকে।

শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই ব্যক্তির কাছ থেকে একই দেশের কয়েকটি করে পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্ট অনুযায়ী তার নাম আদেম কারাদাগ।

গত ১৭ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ধর্মীয় উপাসনালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় শতাধিক, যাদের অধিকাংশই পর্যটক। 

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়