News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

মার্কিনিদের তেল দেবে না ইরান

মার্কিনিদের তেল দেবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি করবে না বলে জানিয়েছে ইরানের পেট্রোকেমিক্যাল কমার্শিয়াল কোম্পানি। যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি করা লাভজনক নয় বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির নির্বাহী পরিচালক মেহদি শারিফ নিকনাফ্‌স বলেছেন, “তেল রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারকে কখনোই বিবেচনা করেনি তেহরান।”

তিনি বলেন, “মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা পর্যন্ত পরিবহন ব্যয় অনেক বেশি হওয়ায় অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রে তেল বিক্রি লাভজনক নয়। এ ছাড়া ইরানের তেল বিক্রির জন্য বিকল্প বহু বাজার রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রই তো বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী।

ওয়াশিংটনের পক্ষ থেকেও তেল রপ্তানির কোনো অনুরোধ করা হয়নি বলে তিনি জানান।

ইরান সাধারণত এশিয়া ও ইউরোপীয় দেশগুলোতে তেল রপ্তানি করে। সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা অর্জিত হওয়ার পর এই দুই মহাদেশের হারানো বাজারগুলো আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে ইরান।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপে তেল রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। আর সে কারণে ইউরোপে তেল রপ্তানির ক্ষেত্রে কোটা নির্ধারণেরও আহ্বান জানান তিনি। নিষেধাজ্ঞার আগে ইরান মোট উৎপাদনের ৩০ শতাংশ তেল ইউরোপে রপ্তানি করতো।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়