অস্ট্রিয়ায় লরি থেকে ৭১ মৃতদেহ উদ্ধার
অস্ট্রিয়ায় পূর্বাঞ্চলে পার্ক করা লরির মধ্য থেকে অন্তত ৭১ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাস্তার পাশে পার্ক করে রাখা ওই লরিতে লাশের সন্ধান পাওয়ার পর পুলিশ জানিয়েছিল, লরিটির মধ্যে অন্তত ২০ জন মানুষ দম বন্ধ হয়ে মারা গেছেন। পরে তারা জানায় লরিতে ৫০টি মৃতদেহ আছে। সর্বশেষ মৃতদেহগুলো বের করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, লাশের সংখ্যা ৭১।
ওই লরির মধ্যে গাদাগাদি করে যাওয়ার সময় তারা দম বন্ধ হয়ে মারা গেছেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়।
টেলিগ্রাফের এক খবরে বলা হয়, উদ্ধার করা ৭১টি লাশের মধ্যে ৫৯ জন পুরুষ, আটজন নারী ও চারটি শিশু রয়েছে। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করতে, লরির ভেতর দমবন্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে, নিহত অভিবাসন প্রত্যাশীদের বাড়ি সিরিয়ায় হতে পারে। দালালরা তাদের লরির মধ্যে করে নিয়ে যাচ্ছিল।
পুলিশ বলছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্রোন পত্রিকার বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, নয়েসিডল এবং পার্নডর্ফের সংযোগ সড়কে শুক্রবার সকালে রাস্তার ধারে পড়ে থাকা একটি লরি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। লরিটি বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পার্নডর্ফের কাছাকাছি স্থানে পার্ক করা ছিল।
সড়কে কর্মরতরা লরিটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে, গোয়েন্দারা বন্ধ লরির ভেতর ৭১টি মৃতদেহ উদ্ধার করে। ওই লরির চালককে খোঁজা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিকিল-লাইটনার এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে মানব পাচারের নিন্দা করে বলেন, আজ একটি কালো দিন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অস্ট্রিয়া জিরো টলারেন্স দেখাবে বলে তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








