News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৬, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

নারীর প্রতি সহিংসতা রোধে নারী থানা

নারীর প্রতি সহিংসতা রোধে নারী থানা

ঢাকা: শুক্রবার ভারতের উত্তরাঞ্চলীয় শহর গুরগাঁওয়ে দেশটির প্রথম ‘অল উইমেন পুলিশ স্টেশন’ চালু করা হয়েছে। ওই পুলিশ স্টেশনের সব সদস্যই মহিলা। মূলত নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় অভিনব এই উদ্যোগ নিয়েছে হরিয়ানা পুলিশ। যেখানে কেবলমাত্র নারী সহিংসতার মামলাগুলোই তদারকি করা হবে।

অল উইমেন পুলিশ স্টেশন চালু করা নিয়ে গুরগাঁও পুলিশ কমিশনার নভোদীপ সিং ভিরক বলেন, “এটি নারীদের জন্য ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। এজন্য একজন ইন্সপেক্টরের তত্ত্বাবধায়নে ২৭ জন নারী পুলিশ কাজ করবেন সেখানে। তাছাড়া নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে এই স্টেশন থেকে। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ৫০জন দাঙ্গা পুলিশও থাকবেন এই স্টেশনে।”

এই নারী থানার দায়িত্বে থাকবেন উমেশ বালা নামক এক পুলিশ অফিসার। নতুন স্টেশন নিয়ে তার বক্তব্য, “নারী সহিংসতায় আমরা যে অভিযোগগুলো পাই তার অধিকাংশই হলো যৌন হয়রানির। কিন্তু বিভিন্ন কারণে নারীরা থানায় যেতে চান না। এখন নারী থানা চালু হলে তারা সহজে থানায় এসে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়