News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

পাক-ভারত সীমান্তে গুলিবিনিময়ে ৯ জন নিহত

পাক-ভারত সীমান্তে গুলিবিনিময়ে ৯ জন নিহত

ভারত ও পাকিস্তানের বিতর্কিত সীমান্তে শুক্রবার দুই পক্ষের গুলিবিনিময়ে কমপক্ষে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, ভারতের জম্মু ও কাশ্মীরের আরএস পুরায় আজ সকালেই পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে এক নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

কর্মকর্তাদের সূত্রে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন দাবি করা হয়েছে।

পাকিস্তানের সেনাসূত্রের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের কাছে গুলিতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপর দিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কমপক্ষে তিনজন গ্রামবাসী নিহত হয়।

খবরে বলা হয়েছে, জম্মুর আরএস পুরা ও আর্নিয়ায় বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে ছোটখাটো অস্ত্র ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

ভারতের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নওগাম এলাকায় পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের এক সেনা কর্মকর্তা নিহত হন।

এই হামলার নিন্দা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়