News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

লিবিয়া উপকূলে কয়েকশ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে কয়েকশ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে দুটি নৌকায় কয়েকশ শরণার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জুয়ারা বন্দরের কাছে আসা ওই নৌকা দুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। নৌকা দুটি থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

একটি অসমর্থিত সূত্র বলছে ত্রিপলির জুয়ারা এলাকার একটি হাসপাতালে অন্তত একশো মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক রয়েছে।

প্রথম যে নৌকাটি বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য সংকেত দিয়েছিল সেটিতে ৫০ জনের মতো শরণার্থী ছিল।

কিন্তু দ্বিতীয় যে নৌকাটি পরে ডুবে যায় সেটিতে ছিল চারশ’র মতো শরণার্থী। লিবিয়ার কোষ্টগার্ড বলছে সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে, তবে নৌকাতে যারা ছিল তাদের বেশিরভাগ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম ত্রিপলির জুয়ারা এলাকার একজন বাসিন্দা বিবিসিকে বলেছে সেখানকার একটি হাসপাতালে অন্তত ১০০টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

সিরিয়া, বাংলাদেশ ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে যেসব শরণার্থী আসছিল তারা এই মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে বলে জানান ঐ বাসিন্দা। তবে এই তথ্যটির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘ বলছে এ বছরে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে নৌকায় করে সমুদ্র পথে যাওয়ার চেষ্টার সময় এ পর্যন্ত দুই হাজার চারশ’র বেশি শরণার্থী মারা গেছে।

এদের অনেকেই লিবিয়ার রাজনৈতিক সংকটের কারণে মানবপাচারকারিদের সহায়তায় নৌকায় করে বিপদসংকুল এই সমুদ্র পথে যাত্রা করছে।

বিবিসির উত্তর আফ্রিকার সংবাদদাতা রানা জাওয়াদ তিউনিস থেকে জানিয়েছেন সমুদ্রে এ ধরনের বড় মাপের উদ্ধার অভিযান পরিচালনা করার সক্ষমতা লিবিয়ার কোস্টগার্ডের নেই।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়