News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

কাবুলে সিরিজ বোমায় নিহত ৪০

কাবুলে সিরিজ বোমায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

প্রথমে শহরের পুলিশ একাডেমি লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর আরেকটি বোমা হামলা চালানো হয় ন্যাটোর সামরিক স্থাপনা লক্ষ্য করে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় কাবুলে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলের দিকে পুলিশের পোশাক পরে পুলিশ একাডেমি লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় এক সন্ত্রাসী। ওই হামলায় অন্তত ২৫ জন সেনা সদস্য নিহত হয়। এ ঘটনার কিছু পরেই কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ন্যাটোর সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ফাটানো হয়। সেখানে হতাহতের সংখ্যা একনও জানা যায়নি।

অন্যদিকে শুক্রবার সকালের দিকে শহরের শাহ শহিদ এলাকায় সেনা স্থাপনার কাছে শক্তিশালী ট্রাকবোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এসব হামলার জন্য তালেবানদের দায়ি করা হচ্ছে। তবে শুধু পুলিশ একাডেমিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তালেবানদের ভেতরে নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে, সেদিক থেকে নজর সরানোর জন্য একের পর এক বোমা হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়