ভারতে ‘ডাইনি’ সন্দেহে ৫ নারীকে পিটিয়ে হত্যা
ভারতের ঝাড়খণ্ডে ডাইনিবিদ্যা (জাদুবিদ্যা) চর্চা ও প্রয়োগের অভিযোগে পাঁচ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে কাঞ্জিয়া মারাইতোলি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে পুলিশ ওই নারীদের মৃতদেহ উদ্ধার করে। তবে এসময় স্থানীয়রা ওই লাশ উদ্ধারে বাধা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাঁচির ডিআইজি অরুণ কুমার সিং বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঁচি থেকে ৪৫ কিলোমিটার দূরে মান্দার পুলিশ স্টেশনের অর্ন্তভূক্ত গ্রামটিতে ওই পাঁচ নারীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দূরবর্তী স্থানে নিয়ে তাদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, প্রায় ৪০ বছর বয়সী নারীদের ওপর স্থানীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। ওই নারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাদুবিদ্যা চর্চা করে আসছেন এবং গত ছয় মাসে অসুস্থ হয়ে চার শিশু মৃত্যুর জন্যই তারা দায়ী।
উল্লেখ্য, ভারতীয় অপরাধ ব্যুরোর রেকর্ড অনুযায়ী ১২ বছরের মধ্যে ডাইনিবিদ্যার সঙ্গে জড়িতের অভিযোগে ভারতজুড়ে ২ হাজার ৯৭ জনকে হত্যা করা হয়েছে। ঝাড়খণ্ড প্রশাসনের তথ্য মোতাবেক, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে প্রদেশে ডাইনি আখ্যা দিয়ে ৪০০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে। একই সময়ে এ ধরনের ঘটনায় ২ হাজার ৮৫৪টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








