আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৭
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পাইলটসহ ১২ সেনা নিহত হয়েছে।
প্রাদেশিক পুলিশ প্রধান মিরওয়াইস নুরজাই জানিয়েছেন, বৃহস্পতিবার জাবুল প্রদেশের একটি স্থানে আফগান সেনাবাহিনীর সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে সেনাবাহিনী।
শিনকাই জেলার প্রধান মো. কাসিম খান মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এরই মধ্যে ঘটনা তদন্তে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
তালেবান বিদ্রোহীদের আক্রমণে ২০১১ সালে চিনুকে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৩০ জন মার্কিন সৈন্য মারা যান। গত বছর এপ্রিলে কান্দাহারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান পাঁচজন ব্রিটিশ সৈন্য।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোবাহিনী গত বছর ডিসেম্বরেই আফগানিস্তানে তাদের কমবেট মিশনের সমাপ্তি টেনেছে। তবে স্থানীয় সৈন্যদের সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিতে ১৩ হাজারেরও বেশি সৈন্য দেশটিতে রয়ে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








