News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

দুই শরণার্থীকে আশ্রয় দিয়ে বিতর্কে জার্মান এমপি

দুই শরণার্থীকে আশ্রয় দিয়ে বিতর্কে জার্মান এমপি

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে সারা ইউরোপ জুড়ে চলছে তোলপাড়। ঠিক সেই মহুর্তে জার্মান এমপির বাড়িতে দুই আফ্রিকান শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক।

জানা গেছে জার্মান ক্ষমতাসীন দল 'ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি'র সদস্য মার্টিন প্যাটজেল্ট নিজ বাড়িতে দুই আফ্রিকান শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। বিবিসি

এমপি মার্টিন প্যাটজেল্ট থাকেন ফ্রাংকফুর্টের কাছে ব্রিসেন নামের এক গ্রামে। দুই মাস আগে সেখানেই স্থানীয় এক ক্যাথলিক চার্চে তাঁর সঙ্গে ওই দুই শরণার্থীর প্রথম সাক্ষাৎ হয়। একজনের নাম হ্যাবেন বয়স ১৯, অপরজনের নাম আওয়েট, বয়স ২৪।
তারা প্রায় দুমাস ধরে তাঁর বাড়িতেই আছেন।

প্যাটজেল্টের সহযোগিতায় হ্যাবেন আর আওয়েট জার্মান ভাষা শিখছে। ওই দুইজনকে কাজ খুঁজে পেতেও সাহায্য করেছেন তিনি। বর্তমানে একজন স্থানীয় সুপারমার্কেটে এবং অপরজন স্থানীয় প্রশাসনে কাজ করছে।

রাজনৈতিক কারনে মিস্টার প্যাটজেলের সমালোচনা হলেও তার এই উদ্যোগে অনেকেই করেছেন প্রশংসা।

মিস্টার প্যাটজেল বলছেন, ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক কারণেই এদের আশ্রয় দিয়েছেন তিনি। তার মতে, শরণার্থীদের ব্যাপারে ইউরোপে যে বৈরি মনোভাব দেখা যাচ্ছে, তার মোকাবেলা সম্ভব কেবল সাধারণ মানুষকে এধরণের কাজে যুক্ত করে।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়