হিরোশিমা দিবস
বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ডাক সিনজো আবে'র
হিরোশিমা দিবসের স্মরণ অনুষ্ঠানে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অংশ নেন হাজারো মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরা। খবর সংস্থা এএফপির।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সময় সকাল সোয়া আটটায় হিরোশিমায় একটি ঘণ্টা বাজে। এ সময় পিস মেমোরিয়াল পার্কে জড়ো হওয়া হাজারো মানুষের পাশাপাশি সারাদেশের সকলে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সারা জাপান নিশ্চুপ হয়ে যায়।
১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল সোয়া আটটায় যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান জাপানের হিরোশিমা শহরে ‘লিটল বয়’ নামের ভয়াবহ আণবিক বোমা ফেলে। ৪৩ সেকেন্ড পর শহরটিতে বিপর্যয় নেমে আসে। বিশ্বে পারমাণবিক বোমার প্রথম ওই হামলায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। হামলার পরে তেজস্ক্রিয়তায় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়।
দিবসটি স্মরণে পিস মেমোরিয়াল পার্কের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বিশ্বজুড়ে পরমাণু নিরস্ত্রীকরণের ডাক দেন।
বিশ্বশান্তির প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্ব দিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়তে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমায় হামলার পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরেও পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭৪ হাজার মানুষ মারা যায়। এ মর্মান্তিক অভিজ্ঞতার পর বিশ্বজুড়ে এই বোমার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








