লিবিয়ায় ৭০০ অভিবাসীবাহী নৌকাডুবি, ২৫ মৃতদেহ উদ্ধার
লিবিয়া উপকূলে ৭০০ অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা অবৈধপথে ইউরোপ যাচ্ছিল।
বুধবারের এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ জনকে। বাকিরা এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আইরিশ, ইতালি ও লিবিয়ার কোস্টগার্ড সদস্যরা।
আইরিশ নেভি সদস্যরা দাবি করেছেন, নৌকায় থাকা প্রায় অর্ধেক মানুষই ডুবে মারা গেছেন।
অন্যদিকে ইতালিয়ান কোস্টগার্ড ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, ৪০০ মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে ২৫টি।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে এবছরই নৌকাডুবিতে মারা গেছে অন্তত ২০০০ মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








