কর্মীদের ক্ষতিপূরণে ক্যান্সার তহবিল গঠন করেছে স্যামসাং
কারখানার ক্যান্সার আক্রান্ত কর্মী ও ঠিকাদারদের ক্ষতিপূরণে ৮ কোটি ৫০ লাখ ডলারের ক্যান্সার তহবিল গঠন করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির চিপ এবং ডিসপ্লে কারখানার কর্মীদের জন্য এ তহবিল গঠন করা হয়েছে। খবর রয়টার্স।
অসুস্থ কর্মীদের ক্ষতিপূরণের পাশাপশি এরই মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারকে অর্থিক অনুদান দেওয়া হবে এই তহবিল থেকে। এছাড়া, কর্মীদের নিরাপত্তা বাড়াতেও এ তহবিলের অর্থ ব্যয় করা হবে।
কর্মীদের একটি সংগঠনের দাবি অনুযায়ী, গত বছর স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর কারখানার প্রায় ২০০ কর্মী অসুস্থ হয়ে পড়েন। যাদের মধ্যে ৭০ জন মারা গেছেন। ওই ঘটনার পর দোষ স্বীকার করে নেয় স্যামসাং এবং কর্মী ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
স্যামসাং জানায়, প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টর কারখানার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মীই লিউকোমিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে। ওই ঘটনার পর কর্মীদের সঙ্গে আলোচনায় বসে স্যামসাং এবং একটি তহবিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








