জার্মানির প্রধান কৌশলী বরখাস্ত
এক বিতর্কিত মামলা নিয়ে মন্তব্য করায় জার্মানির আইনমন্ত্রী দেশটির প্রধান কৌশলীকে বরখাস্ত করেছেন। নেটসপলিটিক ব্লগে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে তদন্ত করছিলেন দেশটির প্রধান কৌশলী হ্যারল্ড রেঞ্জ। প্রতিবেদনে অনলাইন যোগাযোগের ওপর নজরদারি সংক্রান্ত পরিকল্পনার গোপন তথ্য ফাঁস করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঐ মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অযথা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করায় প্রধান কৌশলী হ্যারল্ড রেঞ্জকে অপসারণ করে সরকার।তবে, মামলায় হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়।
আইনমন্ত্রী হেইকো মাস বলেন, প্রধান কৌশলীর কাজের ওপর সরকার আর আস্থা রাখতে পারছে না।
আইনমন্ত্রীর অভিযোগ সত্যি নয় উল্লেখ করে হ্যারল্ড রেঞ্জ বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।
তিনি বলছেন, তদন্ত রিপোর্টের ফল নিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষেপে উঠতে পারে, এমন আশংকা থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ভিন্ন ধরণের প্রতিবেদন তৈরি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।
এ ঘটনায় জার্মানিজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না শ্লোগান নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন অনেকে।
প্রসঙ্গত, নাৎসি এবং কম্যুনিস্ট শাসনের তিক্ত অভিজ্ঞতার কারণে দেশটির সুশীল সমাজের কাছে মুক্তচিন্তার বিষয়টি খুবই সংবেদনশীল একটি ব্যাপার।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








