News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ১৯:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

আগস্টে যৌথ-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত-ইসরাইল

আগস্টে যৌথ-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত-ইসরাইল

চলতি মাসে যৌথভাবে ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইসরাইল ও ভারত। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বারাক-৮ যৌথভাবে নির্মাণ করেছে ইসরাইল ও ভারত। ইতোপূর্বে ক্ষেপণাস্ত্রটি তেল আবিব ও নয়াদিল্লি উভয়ই ব্যবহার করছে। ‘বারাক-৮’ তারই উন্নত সংস্করণ। টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো বলেছে, গত নভেম্বরে এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ইসরাইল। প্রাথমিকভাবে ভারতীয় রণতরী থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবারেই প্রথম তা ইসরাইলি রণতরী থেকে ছোঁড়া হবে।

গতবারের সফল পরীক্ষার পর এ ক্ষেপণাস্ত্রে কিছু পরিবর্তনের সুপারিশ করেছে ভারতীয় নৌবাহিনী। এ সব সুপারিশকে সফলভাবে কাজে লাগানো হয়েছে কিনা আসন্ন পরীক্ষার ক্ষেত্রে সেটাই খতিয়ে দেখা হবে বলে ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস কোলকাতা থেকে এরপরই এ পরীক্ষা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

ইসরাইলের অ্যারোস্পেশ ইন্ডাসট্রিস, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও, ইসরাইলের অ্যাডমিনিস্ট্রেশন ফর ডেভেলপমেন্ট অব উইপন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইনফ্রাস্টাকচার, ইলটা সিস্টেমস, রাফেলসহ অন্যান্য কোম্পানি সম্মিলিতভাবে এ ক্ষেপনাস্ত্র তৈরি করেছে।

বারাক-৮ ক্ষেপণাস্ত্রকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়