মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১২
ভারতের মুম্বাইয়ে ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের সময় ভবনটি ধসে পড়ে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
তিন তলা এই ভবন দুই বছর আগেই বসবাসের অনুপযোগী বলে ঘোষণা করেছিল পৌর কর্তৃপক্ষ। কিন্তু বাড়িওয়ালা বা ভাড়াটিয়ারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
জরুরি ত্রাণকর্মীরা ধারণা করছেন, অনেকেই ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়ে আছেন।
ভারতের অনেক শহরের তুলনায় মুম্বাইয়ে বাড়ি ভাড়া অনেক বেশি। ফলে অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে হলেও পুরানো ও ভাঙা বাড়িঘরে বসবাস করে। গত দু বছরে মুম্বাইয়ে শতাধিক মানুষ ভবন ধসে নিহত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








