News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটেনের কঠোর অবস্থান

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটেনের কঠোর অবস্থান

অবৈধ অভিবাসীদের, বিশেষত রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাতদের বিতাড়নে নতুন কৌশল নিয়েছে যুক্তরাজ্যর সরকার। এর ফলে, আইনি নোটিশ ছাড়াই মালিকপক্ষ তাদের বাসা থেকে উচ্ছেদ করতে পারবেন। এমনকি, নতুন পরিকল্পনায় এই ‘অবৈধদের’ বাড়ি ভাড়া দিলে পার পাবেন না বাড়িওয়ালাও।

রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ প্রার্থীদের অর্থ সহায়তা দেয়াও বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে দশ হাজার রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাতকে সপ্তাহে ৩৬ পাউন্ড করে সরকারি সহায়তা দেওয়া হয়।

শুধু তাই নয়, নতুন অভিবাসন বিলে ইংল্যান্ডে বসবাস করবার অধিকার হারানো অভিবাসীদেরকে উচ্ছেদ করতে বলা হয়েছে বাড়ির মালিকদের।

যেসব বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করতে ব্যর্থ হবে অথবা বাড়ি ভাড়া দেওয়ার পূর্বে তাদের বৈধতা যাচাই করবে না তাদেরকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান থাকছে এই বিলে।

কমিউনিটি বিষয়ক মন্ত্রী গ্রেগ ক্লার্ক বলেন, যেসব ‘উচ্ছৃঙ্খল’ বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের দিয়ে অতিরিক্ত অর্থ কামিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে।

অবশ্য এই উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। সরকার অবৈধ অভিবাসী চিহ্নিত ও বিতাড়নের দায়িত্ব বাড়ির মালিকদের ওপর চাপাচ্ছে বলে সমালোচনা উঠেছে। আবার ঝামেলা এড়াতে মালিকপক্ষ বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা বা শ্বেতাঙ্গদের প্রাধান্য দিতে পারে। সে ক্ষেত্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীরা চরম বিড়ম্বনায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে অবৈধ অভিবাসীদের বাসা ভাড়া নেওয়া ঠেকাতে ভাড়াটিয়ার যুক্তরাজ্যে বসবাসের বৈধ কাগজপত্র যাচাইয়ের বিধান চালু করে সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়