News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

জলবায়ু ইস্যুতে ওবামার ‘বড় পদক্ষেপ’

জলবায়ু ইস্যুতে ওবামার ‘বড় পদক্ষেপ’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এ বিষয়ক একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ওবামা নিজের ভাষায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপকে ‘সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ’ অভিহিত করেছেন। হোয়াইট হাউস জানায়, আগামী ১৫ বছরে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অন্তত ১৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে ‘ক্লিন পাউডার প্ল্যান’ নামে এই নতুন পরিকল্পনা ও কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই পরিকল্পনায় মার্কিন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একগুচ্ছ কঠোর আইন ও নীতিমালা থাকছে। খবর এএফপি ও গার্ডিয়ানের।

ফেসবুকে পোস্ট করা ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় গতকাল রোববার। ওই ভিডিওতে ওবামা বলেন, “বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে, কঠোর পদক্ষেপ ছাড়া বৈশ্বিক জলবায়ু আরও চরমভাবাপন্ন হয়ে উঠবে। হাঁপানির মতো অসুখ আরও বাড়বে।” ভিডিও বার্তায় ওবামা বলেন, “জলবায়ু পরিবর্তন অন্য কোনো ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা নয়— সেদিন আর নেই।”

নতুন পরিকল্পনাকে অত্যন্ত বৃহৎ আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করে ওবামা বলেন, “জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য এটি এ যাবৎকালে নেয়া সবচে বড় পদক্ষেপ।”

তবে, জ্বালানি শিল্পের সংশ্লিষ্টরা এই পদক্ষেপের বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে আসলে আমেরিকান জ্বালানির প্রধান উৎস কয়লার বিরুদ্ধে অনেকটা যেনো যুদ্ধই ঘোষণা করছেন প্রেসিডেন্ট ওবামা।

বিবিসির এক সংবাদদাতা বলেন, “ওবামা তার দেশে নতুন যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন, এর ফলে তার নৈতিক কর্তৃত্ব অর্জিত হবে এবং আসছে ডিসেম্বরে প্যারিসে যে জলবায়ু সম্মেলন হবে সেখানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বিষয়ে আলোচনার ব্যাপারে একধরনের সুবিধাও তিনি পাবেন।”

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়