News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০১, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

ইরানে মাতৃত্বকালীন ছুটি কাটানোয় চাকরি গেল ৪৭ হাজার নারীর

ইরানে মাতৃত্বকালীন ছুটি কাটানোয় চাকরি গেল ৪৭ হাজার নারীর

ইরানে গত দেড় বছরে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে গিয়ে চাকরি হারিয়েছেন ৪৭ হাজার নারী। একই সময়ে এ ছুটি ভোগ করেছিলেন এক লাখ ৪৫ হাজার নারী।

জানা যায়, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গেলে কর্তৃপক্ষ তাদের আর গ্রহণ করেনি। যদিও ইরানের নতুন একটি আইনে নারীদের কর্মস্থলে নয় মাস ছুটি পাওয়ার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে এর জন্য প্রয়োজনীয় ৯৮৫ মিলিয়ন অর্থ ছাড় করা হয়নি বলে আইনটি এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি।

ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ হাসসান জেদা বলেন, ‘এখন পর্যন্ত এক রিয়ালও বণ্টন করা হয়নি।’

তিনি বলেন, ‘মাতৃত্বকালীন ছুটি যদি নয় মাসে উন্নীত করা হয় তাহলে ছুটি শেষে কাজে ফেরা উল্লেখযোগ্য সংখ্যক নারী চাকরি হারাবেন। তখন এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’

দেশের নারীদের মাতৃত্বকালীন ছুটির জন্য তহবিল দিতে না পারলেও সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে এক বিলিয়ন ডলার ধার দেওয়ায় ইরান কর্তৃপক্ষের সমালোচনা করছেন অনেকে।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়