News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৯, ৩০ নভেম্বর ২০২৪

পোর্টেবল এসএসডি দিয়ে আরও যা যা করা যাবে

পোর্টেবল এসএসডি দিয়ে আরও যা যা করা যাবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পোর্টেবল সলিড স্ট্রেট ড্রাইভ বা এসএসডি অনেক দ্রুতগতির একটি স্টোরেজ ডিভাইস। ডিভাইসটিকে আমরা সাধারণত পিসির ব্যাকআপ হিসেবে ব্যবহার করে থাকি। এর সাথে ব্যাকআপের সফটওয়্যারও দেওয়া থাকে। কিন্তু স্টোরেজ ব্যাকআপ ছাড়াও এর আরও অনেক রকমের ব্যবহার আছে যা আমরা হয়তো অনেকেই জানিনা। দেখে নেয়া যাক এসএসডিকে আর কিভাবে ব্যবহার করা যেতে পারে।

 মিডিয়া সেন্টার

এসএসডিতে মিডিয়া ফাইল যেমন অডিও-ভিডিও বা ছবির ফাইল রেখে এটাকে একটা মিডিয়া সেন্টার বানানো যেতে পারে। কেননা এটি অনেক দ্রুতগতির একটি ড্রাইভ। সবচেয়ে দ্রুতগতির ওয়্যারলেস ট্রান্সফারের চেয়েও এটি দ্রুত গতিতে কাজ করে। অনেকে এর জন্য ইউএসবি ব্যবহার করলেও এসএসডি তার চেয়েও ভালো একটি অপশন হতে পারে কেননা একদিকে এর টোরেজ ক্যাপাসিটি যেমন অনেক বেশি অপরদিকে ইউএসবির চেয়েও দ্রুত গতিতে এটি ডাটা ট্রান্সফার করতে পারে। তাই কেনার সময় বেশি ধারণক্ষমতার এসএসডি কিনুন, এটা আপনার বিভিন্ন রকম কাজে আসবে।

শেয়ার্ড নেটওয়ার্ক ফাইল স্টোরেজ

পোর্টেবল এসএসডিকে ঘরোয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে এটাকে একটা নেটওয়ার্ক ফাইল স্টোরেজ হিসেবেও ব্যবহার করা যায়। এতে স্টোরেজে থাকা ফাইলকে বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল ল্যাপটপ বা স্মার্ট টিভি থেকে এক্সেস করে কাজ করা যায়। আজকাল অনেক রাউটারের সাথে ইউএসবি পোর্ট থাকে। এমন রাউটারের সঙ্গে ইউএসডি পোর্ট দিয়ে এসএসপিকে লাগিয়ে নিলেই এটি নেটওয়ার্ক স্টোরেজ হিসেবে কাজ করে। রাউটার যেহেতু চব্বিশ ঘন্টাই চালু থাকে তাই আপনার নেটওয়ার্ক স্টোরেজটি ও ২৪ ঘণ্টাই চালু থাকবে আর এর জন্য কোনও আলাদা বৈদ্যুতিক ব্যবস্থার প্রয়োজন পড়বে না।

 পিসির জন্য আলাদা হাইস্পিড স্টোরেজ

কিসের জন্য অতিরিক্ত একটি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে এসএসডিকে। ডেস্কটপ পিসি থাকলে তার ভেতরেই ডিভাইসটিকে ইনস্টল করে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে ডেক্সটপের বাহিরের ইউএসবি পোর্টকে ব্যস্ত রাখাও হলো না। ল্যাপটপের সঙ্গেও ইউএসবি দিয়ে লাগিয়ে এটাকে আলাদা স্টোর হিসাবে সহজেই ব্যবহার করা যেতে পারে। ল্যাপটপের জন্য আলাদা ডক থাকলে সেখানেও এসএসডি লাগিয়ে নেওয়া যেতে পারে।

গেমের জন্য অতিরিক্ত স্টোরেজ স্পেস

পিসি গেমসের জন্যও এর ভালো ব্যবহার রয়েছে। বিশেষ করে যারা ল্যাপটপে গেম খেলেন তাদের জন্য এটা খুব ভালো কাজে আসে। অনেক ল্যাপটপে স্টোরেজ আপগ্রেড করা যায় না। সেগুলোর জন্য এসএসডি আদর্শ। অনেক গেমস রয়েছে যার পুরো ফাইলের সাইজ ১০০ জিবির ওপরে। ফলে সেগুলোকে ল্যাপটপের অন পোষ্ট স্টোরে যে রেখে খেলা বেশি মুশকিল। এতে অন্য ফাইল লেখার জায়গা থাকে না। এসএসসিতেই সরাসরি গেম ইন্সটল করে খেলা যায়। এটাতে কোনও ঝামেলা হয় না।

মোবাইল থেকে অন্য ডিভাইসে ডাটা আদান প্রদান

এসএসডি সঙ্গে যেকোনও আধুনিক অ্যান্ড্রয়েড, আইফোন অথবা আইপ্যাডকে যুক্ত করা যায়। আজকাল সব ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট থাকে। এই পোর্ট ব্যবহার করি এসএসডি সঙ্গে যোগ করে ফোনের মাধ্যমে এসএসডি'র তথ্য ব্যবহার করা যায়। এর মাধ্যমে পিসি বা অন্য কোনও ডিভাইসের তথ্য এসএসডিতে ট্রান্সফার করে সেখান থেকে আবার মোবাইলের সঙ্গে সেই এসএসটিকে কানেক্ট করে মোবাইলে সেই তথ্যটি ট্রান্সফার করে নেওয়া যায়।

এসএসডি কেনার দরকার নেই

আপনার কাছে যদি পুরনো পিসির ইন্টারনাল এসএসডি থাকে তাহলে নতুন করে আর এসএসডি কেনার প্রয়োজন পড়বে না। কেননা আজকাল বিভিন্ন রকমের কনভার্টার কিনতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন দামে রয়েছে। ইন্টার্নাল এসএসটিকে এমন একটি কনভার্টারের মধ্যে লাগিয়ে সেটাকে এক্সটার্নাল এসএসডি হিসেবেও সহজেই ব্যবহার করা যায়। এর জন্য আলাদা কোনও পাওয়ার সাপ্লাই বা সফটওয়্যার সাপোর্ট লাগেনা।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়