News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৫৫, ১৮ জানুয়ারি ২০২০

স্টিলের চেয়ে শক্ত পানিরোধী ফোন টুরিং

স্টিলের চেয়ে শক্ত পানিরোধী ফোন টুরিং

প্রযুক্তি বিশ্বে আলোচনার ঝড় তুলে ডিসেম্বরে বাজারে আসছে স্টিলের চেয়ে শক্ত, পানিরোধী ও হ্যাকপ্রুফ টুরিং ফোন। ফোনটি গত জুলাইয়ে বাজারে আসার কথা ছিল।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছরের ডিসেম্বরের ১৮ তারিখ ফোনটি বাজারে ছাড়া হবে। এ ফোন পানিরোধী, হ্যাক করা যাবে না এবং ভাঙাও যাবে না।

‘লিকুইডমরফিয়াম’ নামের ধাতু দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে। এটা স্টিল বা টাইটানিয়ামের চেয়েও বেশি শক্তিশালী।

তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোন। তিনটি রঙেই পাওয়া যাবে ১৬, ৩২ এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। দামের ব্যাপারেও কোন ছাড় দেয়নি কোম্পানিটি। ফোনের ১৬, ৩২ এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬১০, ৭৪০ এবং ৮৭০ মার্কিন ডলার।

সানফ্রানসিসকো ভিত্তিক টুরিং রোবটিক্স ইন্ডাস্ট্রিজের তৈরি করা ৫.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে কোন ইউএসবি পোর্ট বা হেডফোন জ্যাক থাকবে না। এর অ্যাপগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়েছে যাতে কোন মতেই এ ফোনের তথ্য হাতিয়ে নেওয়া না যায়।

এতে আছে ৩ জিবি র‍্যাম, ডুয়েল এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে তিন হাজার এমএএইচের নন রিমুভাল ব্যাটারি।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়