News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

বাজারে স্যামসাংয়ের নতুন দুই ফোন

বাজারে স্যামসাংয়ের নতুন দুই ফোন

গ্যালাক্সি জে সেভেন এবং গ্যালাক্সি জে ফাইভ নামের দুটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে স্যামসাং। শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সামনে ফোন দুটির নানা দিক তুলে ধরা হয়।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, শক্তিশালী প্রযুক্তির স্মার্টফোন দুটিতে আছে অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়। আছে আকর্ষণীয় ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে।

তথ্যমতে, গ্যালাক্সি জে সেভেন-এ ৫.৫ ইঞ্চির এবং গ্যালাক্সি জে ফাইভ-এ ৫.০ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে আরও আছে এফ ১.৯ সমৃদ্ধ একটি রিয়ার ক্যামেরা, যা দিয়ে যেকোনো পরিবেশের আলোয় চমৎকার সব ছবি তোলা যাবে। এ ক্ষেত্রে ফোনটির সামনে ও পেছনের ক্যামেরায় থাকছে এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস। ফোন দুটিতে ১.৫ জিবি র‌্যামসহ আরও আছে যথাক্রমে ৬৪-বিটের অক্টাকোর এবং কোয়াডকোর প্রসেসর, যা দ্রুত কাজ করতে সাহায্য করবে। গ্যালাক্সি জে সেভেন-এ আছে ৩০০০ এমএএইচ এবং গ্যালাক্সি জে ফাইভ-এ ২৬০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি।

বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি জে সেভেনের দাম ২১ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি জে ফাইভের দাম ১৮ হাজার ৯০০ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়