News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

টিভির মাধ্যমেই করা যাবে অর্থ লেনদেন, কেনাকাটা

টিভির মাধ্যমেই করা যাবে অর্থ লেনদেন, কেনাকাটা

এখন থেকে টেলিভিশনের মাধ্যমেই করা যাবে কেনাকাটা। দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং এই পরিকল্পনাই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

স্মার্ট টিভির মাধ্যমে অনলাইন শপিং আরও সহজতর করতে প্রতিষ্ঠানটি স্মার্ট টিভিতে নিজস্ব পেমেন্ট সিস্টেম ‘স্যামসাং পে’ যুক্ত করার পরিকল্পনা করছে। ফলে এখন এই স্মার্ট টিভি দিয়ে বিভিন্ন অ্যাপস, বই এবং ছবিসহ আরও অনেক কিছু কেনা যাবে। বিশেষ এই সেবার নাম দেয়া হয়েছে ‘স্যামসাং পে অন টিভি’।


তারা জানায়, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সেটআপ করে নেওয়া যাবে স্যামসাং পে অ্যাকাউন্ট। তারপর চার ডিজিটের পিন নাম্বার দিতে হবে যা প্রত্যেক ক্ষেত্রে শপিংয়ের সময় টিভি আপনার কাছে চাইবে।

এছাড়া, যদি ক্রেডিট কার্ডের নাম্বার বা পেপালের ইমেইল ও পাসওয়ার্ড স্যামসাং অ্যাকাউন্টে আগে থেকেই দেওয়া থাকে, তবে এক্ষেত্রে সাইন-ইন করলেই তা কার্যকর হবে। তবে কোন কারণে যদি সাইন ইন করার জন্য টাইপ করা লাগে তবে সেক্ষেত্রে রয়েছে স্যামসাং স্মার্ট টিভির নতুন এবং অধিক নিরাপত্তাযুক্ত ভার্চুয়াল কীবোর্ড যেখানে নিজে টাইপ করা যাবে।

স্যামসাং আরও জানায়, শুধুমাত্র ২০১৪ ও ২০১৫ সালের স্যামসাং স্মার্ট টিভির নির্দিষ্ট মডেলে এই ফিচারটি থাকবে, এবং ৩২টি দেশে পাওয়া যাবে এই সুবিধা। এছাড়া ব্যবহারকারী এই অ্যাকাউন্ট টিভি থেকে মোবাইলেও স্থানান্তর করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়