‘ঢাকাকম লিমিটেড’ এখন ‘আম্বার আইটি লিমিটেড’
ঢাকা: দেশের স্বনামধন্য প্রথম শ্রেণীর ন্যাশনওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ‘ঢাকাকম লিমিটেড’ নাম পরিবর্তন করে ‘আম্বার আইটি লিমিটেড’ নামে আত্মপ্রকাশ করেছে। ১ আগস্ট থেকে পরিবর্তিত নামটি কার্যকর হয়েছে।
দেশব্যাপী ব্রান্ডিং সুবিধার জন্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের এ সিদ্বান্ত নিয়েছে।
‘আম্বার আইটি লিমিটেড’ বর্তমানে দেশব্যাপী ইন্টারনেট, ডাটা কানেকটিভিটি, ইন্টারনেট সিকিউরিটি, আইপি ফোন, ভিডিও কনফারেনসিং, ওয়েব ডেভলপমেন্ট এবং ওয়েব হোস্টিং সেবা প্রদান করে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে
নিউজবাংলাদেশ.কম








