অর্ধযুগ পর রুপালি সুরে ঈশিতার প্রত্যাবর্তন

ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী রুমানা রশীদ ঈশিতা দীর্ঘ বিরতির পর আবারও মৌলিক গানে ফিরলেন। ‘আমার অভিমান’–এর ছয় বছর পর শ্রোতাদের সামনে হাজির হয়েছেন নতুন গান ‘রুপোর ঝলক’ নিয়ে, যা ইতোমধ্যে ইউটিউব এবং সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছে।
এই গানটি ব্যবহার করা হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘নসিব’-এ, যা পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, আর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। ওয়েবফিল্মের আবহে গানটি এমনভাবে সংযোজিত হয়েছে যে, চলচ্চিত্রের আবেগ ও গল্পের স্রোতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন দর্শকরা।
ঈশিতা জানান, এই গানটি তিনি রেকর্ড করেছিলেন দুই বছর আগে, যখন তিনি একই নির্মাতার নাটক ‘কেন’-এ অভিনয় করছিলেন। সে সময়েই গানটি তার হাতে আসে এবং প্রথমবার শুনেই মুগ্ধ হন।
গানটি যখন প্রথম শুনি, মনে হয়েছিল এটা আমার গাওয়ারই জন্য তৈরি। আসিফ ভাইয়ের লেখা আমি আগেও পছন্দ করতাম, এই গানেও তার লেখনী মন ছুঁয়েছে, বলছিলেন ঈশিতা।
তবে তখন পারিবারিক ব্যস্ততার কারণে গানটি আলাদা করে প্রকাশ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ‘নসিব’ চলচ্চিত্রে গানটি ব্যবহারের প্রস্তাব আসে।
ঈশিতা জানান, তিনি খুব স্বাভাবিকভাবেই রাজি হয়ে যান, কারণ গানটির আবেদন এখনো অটুট।
আরও পড়ুন: নো মেকআপ লুকে চমকে দিলেন ভাবনা
গানটি প্রকাশের পর ঈশিতা দর্শক-শ্রোতার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান।
তার ভাষায়, যেহেতু দীর্ঘ বিরতির পর একটি মৌলিক গান প্রকাশ পেল এবং সাড়া পাচ্ছি, তাই ভাবছি আবারও কয়েকটি মৌলিক গান করার কথা। পরিকল্পনায় রয়েছে ক্ল্যাসিক্যাল ও আধুনিক ঘরানার কিছু গানের কাজ।
উল্লেখ্য, রুমানা রশীদ ঈশিতা ছোটবেলা থেকেই সংগীতে তালিম নিয়েছেন। সর্বশেষ তিনি খেয়াল ও শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীবদের কাছে।
ঈশিতা শুধুমাত্র সংগীতেই নয়, অভিনয়েও একজন জনপ্রিয় ও প্রভাবশালী মুখ। এক সময়কার ছোটপর্দার সবচেয়ে পরিচিত নামদের একজন ছিলেন তিনি। প্রয়াত নাট্যজন আবদুল্লাহ আল মামুনের ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি অভিনয়ের ভিন্নধর্মী দক্ষতা দেখিয়েছিলেন।
সংগীতচর্চায় তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন ‘রাত নিঝুম’ দিয়ে। এরপর আসে ‘ভুলো না আমায়’ ও ‘কুলসুম’-এর মতো আলোচিত অ্যালবাম। প্রতিটি অ্যালবামেই ঈশিতা তার কণ্ঠের স্বাতন্ত্র্য দিয়ে আলাদা পরিচিতি গড়েছেন।
‘রুপোর ঝলক’ গানটির মেলোডি ও আবহে রয়েছে একধরনের বিষণ্নতা ও রহস্য, যা ওয়েবফিল্ম ‘নসিব’-এর চিত্রনাট্য অনুযায়ী তৈরিকৃত।
নির্মাতা অংশু জানান, গানটির টেক্সচার ও অনুভব গল্পের মূল বাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউটিউবে গানটির প্রকাশের পর অনেক দর্শক গানটিকেই চলচ্চিত্রের “দ্রুত ছড়িয়ে পড়া হুক” বলে উল্লেখ করেছেন।
ঈশিতার ফেরা শুধু একটা গান দিয়ে নয়, বরং একটা আবেগ দিয়ে চিহ্নিত হচ্ছে।
তিনি নিজেও বলছেন, এখন থেকে নিয়মিত মৌলিক গানে মনোযোগ দিতে চান। আধুনিক ও শাস্ত্রীয় ধারায় তার কণ্ঠের বিস্তার ভবিষ্যতেও শ্রোতাদের নতুন কিছু উপহার দেবে বলেই আশাবাদী সংগীতবোদ্ধারা।
নিউজবাংলাদেশ.কম/পলি