শুভ জন্মদিন ‘কিং অব পপ’
তার পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন, কিন্তু বিশ্ববাসী তাকে ডাকতো ‘কিং অব পপ’ নামে। আর সত্যিকার অর্থেই বিশ্ব পপ সঙ্গীতে ভিন্ন ধারার সংযোজন করেছিলেন মাইকেল জ্যাকসন।
আজ শনিবার (২৯ আগস্ট) তার ৫৭তম জন্মবার্ষিকী। ১৯৫৮ সালের এই দিনে আমেরিকার গ্যারি ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেছিলেন এই পপ সম্রাট।
মাত্র ৫ বছর বয়সে পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করা এই শিল্পী কাজ করেছেন পপ, আরএন্ডবি, রক, সোল, ফাঙ্ক, ডিস্কো জেনারে। প্রথমে ‘জ্যাকসন ফাইভ’ নামে ব্যান্ডের সদস্য হিসাবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন।
১৯৭৯ সালে প্রকাশ পায় তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘অব দ্য ওয়াল’। এই অ্যালবামের মধ্য দিয়েই ভিন্ন ধরনের নাচ আর গায়কীতে পপ সংগীতে নতুন ধারার সংযোজন হয়। ১৯৮০ সালে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এই সময় ‘বিট ইট’, ‘বিলিজিনি’, ‘থ্রিলার’ গানগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেকর্ড সৃষ্টি করে।

কেবল গানই নয়, গানের সঙ্গে নাচের জন্য মাইকেলের জনপ্রিয়তা আকাশচুম্বী। নাচের মুদ্রায়ও তিনি সৃষ্টি করেছেন অসাধারণ সব অধ্যায়। তার নাচের মধ্যে ‘রোবট’ ও ‘মুনওয়াক’ তৈরি করেছে নতুন ইতিহাস। এমন কারুকাজের জন্য সারাবিশ্বের সকল নৃত্যশিল্পীরা মাইকেল জ্যাকসনকে প্রায়ই শ্রদ্ধা জানিয়ে থাকেন।
দু’বার ‘রক অ্যান্ড রোল’ হল অফ ফেইম নির্বাচিত হওয়া এই মানুষটি ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সর্বকালের সবচেয়ে সফল শিল্পী। ১৩টি গ্র্যামি পুরস্কার এবং ৭৫ কোটি অ্যালবাম বিক্রয়ের রেকর্ড মাইকেলের। পপ-রক শিল্পী হিসেবে তিনিই প্রথম ‘ড্যান্স হল ফেইম’ নির্বাচিত হন।
কিন্তু এইসব খ্যাতি বেশিদিন উপভোগ করতে পারলেন না তিনি। ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তার। পিছনে পড়ে থাকে তার বিপুল কর্মযজ্ঞ। সে কারণেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে আজও তিনি অমর।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








