News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৬, ১৮ জানুয়ারি ২০২০

কাজলের সঙ্গে রোম্যান্স ম্যাজিকের মতো: শাহরুখ

কাজলের সঙ্গে রোম্যান্স ম্যাজিকের মতো: শাহরুখ

‘মাই নেম ইজ খান’- এর পাঁচ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে বলিউডের শাহরুখ ও কাজল। শুটিংয়ের ফাঁকে মনে পড়ে যাচ্ছে, পুরনো সব কথা নস্টালজিক হয়ে পড়ছেন নায়ক-নায়িকা। সম্প্রতি ‘দিলওয়ালে’ ছবির গানের শুটের জন্য আইসল্যান্ড গিয়েছিলেন পর্দার রাজ-সিমরণ। ফিরে এসে বলিউড বাদশার টুইট, “এক অনবদ্য অনুভূতি। কাজলের সঙ্গে কোনও গানের দৃশ্য শ্যুট করা ম্যাজিকের মতো।”

তবে টুইটারে শুধু কাজলের প্রশংসাই করেননি কিং খান, দিলওয়ালের অন্য সহ-অভিনেতা ও বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আইসল্যান্ডে যে পরিস্থিতিতে গানটির শুটিং করেছেন, তার জন্য কোরিওগ্রাফার ফারাহ খানকেও ধন্যবাদ জানিয়েছেন বাদশা।

পরিচালক রোহিত শেঠির হাত ধরে আবার পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল। গুঞ্জন থেকে ঘোষণা পেজ থ্রির শিরোনামে এখন শাহরুখ কাজল কেমিস্ট্রি। এছাড়া এই ছবিতে রয়েছে বরুন ও কীর্তি সোনান।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়