News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

হঠাৎ অসুস্থ শাবনূর, অস্ত্রোপচার

হঠাৎ অসুস্থ শাবনূর, অস্ত্রোপচার

ঢাকা: হঠাৎ করেই পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা শাবনূর।

বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত বুধবার থেকেই তার পেটে হঠাৎ করেই ব্যথা শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতির হলে রাতেই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে চলচ্চিত্রের একসময়ের এই ব্যস্ত তারকা কিছুটা অনিয়মিত থাকলেও সম্প্রতি ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। ছবিতে শাবনূরের সহশিল্পী শায়ের খান।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়