বিয়ে করছেন সুমাইয়া শিমু
ঢাকা: অবেশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। পরিবারের বড় ভাই-বোনদের বিয়ে আগেই হয়ে যাবার কারণে নানা সময়েই তার বিয়ের কথা উঠেছে, কিন্তু অভিনয়ের ব্যস্ততার জন্য আর সেদিকে সময় দেননি। তবে এবার পরিবারের মতেই বিয়ের পিঁড়িতে বসছেন শিমু।
আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল ‘আমারই’তে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে গায়ে হলুদের ছবি প্রকাশ করেন তিনি।
জানা গেছে, পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে। বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। গত রোজার ঈদের পর শিমু ও নজরুলের আংটি বদল হয়েছে। আর, গত বুধবার ছিল শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান। আর ঢাকার নিকুঞ্জের হোটেল ‘লা মেরিডিয়ানে’ হবে শিমু ও নজরুলের বউভাতের অনুষ্ঠান হবে শনিবার।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








