News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০১:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

আসছে ‘অবাস্তব ভালোবাসা’

আসছে ‘অবাস্তব ভালোবাসা’

ঢাকা: প্রায় আটমাস আগে সেন্সর ছাড়পত্র পেলেও নানা কারণে কাজল কুমার বর্ধনের ‘অবাস্তব ভালবাসা’ সিনেমার মুক্তি মিলছিল না। তবে সব বাধা কাটিয়ে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ছবিটিতে অভিনয় করেছেন নবাগত জয় চৌধুরী ও মাহিয়ান চৌধুরী। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে রোমান্টিক সব দৃশ্যে দেখা যাবে তাদের। জয় এবং মাহিয়ান ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জলি, সুব্রত, রেবেকা, ইলিয়াস কোবরা ও মিজু আহমেদ।

সুদীপ কুমার দীপের কথায় ছবিটিতে পাঁচটি গান রয়েছে। সবগুলো গানের কম্পোজিশন করেছেন আলী আকরাম শুভ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন রুনা লাইলা, অ্যান্ড্রু কিশোর, কনা, এস আই টুটুল ও তানজিন রুমা।

এর আগে, গত বছর ১০ ডিসেম্বর শুরু হয়েছিল কাজল কুমার বর্ধনের ‘অবাস্তব ভালবাসা’ ছবির শুটিং। শুটিং শেষে গত ২০ জানুয়ারি ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়