মুক্তি পেলো ব্ল্যাকমেইলের ‘আদর’
ঢাকা: আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাকমেইল’ ছবির একটি গানের ভিডিও প্রকাশ করা হয়েছে।
সোমবার অনলাইনে ‘আদর’ শিরোনামের এই গানের মুক্তি দেওয়া হয়। গানটিতে পারফর্ম করেছেন মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন। এর আগে রোববার অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়।
‘আদর’ নামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। কথা লিখেছেন সোমেশ্বর অলি।
প্রসঙ্গত, গত ১০ মার্চ শর্তসাপেক্ষে ‘ব্ল্যাকমেইল’ ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ ও ববি। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর।
নিউজবাংলাদেশ.কম/এমএম/একে
নিউজবাংলাদেশ.কম








