News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

ঢাবিতে পরিবেশ অলিম্পিয়াড শুরু

ঢাবিতে পরিবেশ অলিম্পিয়াড শুরু

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী শুরু ন্যাশনাল এনভারনমেন্ট অলিম্পিয়াড শুরু হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) এ অলিম্পিয়াড শুরু হয়।

অলিম্পিয়াডে ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরিবেশ বিষয়ক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী শুক্রবার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে, আগামীকাল শনিবার বিকেল ৩টায় শুরু হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উল্লেখ্য, ন্যাশনাল এনভারনমেন্ট অলিম্পিয়াডে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায় ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়