আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত: জাফর ইকবাল
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় বিস্ময়ে বিমূঢ়, ক্ষুব্ধ, অপমানিত শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল চোখের জল লুকালেন বৃষ্টির জলে। বললেন, “এখানে যে ছাত্ররা শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে, তারা আমার ছাত্র হয়ে থাকলে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।”
শিক্ষকদের ওপর হামলার পর ক্যাম্পাসে নেমে আসা বৃষ্টির মধ্যে পাশে ছাতা ফেলে রেখে বসে বসে তিনি ভিজলেন, যেন অপমানের কান্না লুকাতে চাইলেন বৃষ্টির আড়ালে।
আন্দোলনরত অন্যান্য শিক্ষকরা যখন ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তার দিকে, তিনি তখন কোনো কথা না বলে ছাতা গ্রহণ না করার ইঙ্গিত করে ভিজতে থাকেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে এ কর্মসূচিতে ছাত্রলীগ ও শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।
প্রশাসনিক ভবন-২ (উপাচার্য ভবন)-এর সামনে এ ঘটনা ঘটে। এ সময় ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ অন্তত সাত শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
এই ঘটনায় হতবাক হয়ে পড়েছেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক জাফর ইকবাল। ন্যক্কারজক এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তাহলে তাদের শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।”
জাফর ইকবাল আরও বলেন, “যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এত বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে।”
অধ্যাপক জাফর ইকবাল বলেন, “আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না, কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার মায়া, ভালোবাসা আছে। তারা যে কারণে আন্দোলন করছে আমি তা ১০০ ভাগ সমর্থন করি।”
তিনি বলেন, “আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো। আজকে যা দেখলাম, আমার জীবনে এ ধরনের ঘটনা দেখব তা আমি কখনও বিশ্বাস করিনি।”
“আমি এখনই গলায় দড়ি দিয়ে মরছি না, কিন্তু আমি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি,” এমন মন্তব্য করে জাফর ইকবাল বলেন, “আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঞ্ছিত করল, আমাকে সেটা এখানে বসে বসে দেখতে হলো!”
“শিক্ষকরা আন্দোলন করছেন কোনো পদের জন্য নয়, শাবিকে বাঁচানোর জন্যে,” বলেন জাফর ইকবাল।
নিউজবাংলাদেশ.কম/এএস/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








