News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

রাবিতে ছাত্রলীগ-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

রাবিতে ছাত্রলীগ-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার ভোরে এ ঘটনার পর জিয়া হলে তল্লাশি চালিয়ে পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের ২২৬ নম্বর রুমের সিট বরাদ্দ নিয়ে ছাত্রলীগকর্মী নাহিদকে ফোনে শিবিরকর্মীরা হুমকি দেয়। বিষয়টি নাহিদ ছাত্রলীগ নেতাদের জানানোর পর জিয়া হলের সামনে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে জিয়া হলে তল্লাশি চালিয়ে জিহাদি বইসহ তিন শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে, ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

নিউজবাংলাদেশ.কম/এএস/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়