News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৩, ২০ জানুয়ারি ২০২০

জাবির নাট্যতত্ত্ব বিভাগকে ভারতের অনুদান

জাবির নাট্যতত্ত্ব বিভাগকে ভারতের অনুদান

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দু’টি থিয়েটার ল্যাব শীতাতপ নিয়ন্ত্রিত করার জন্য আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শনিবার হাইকমিশনের প্রথম সচিব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত থিয়েটার ল্যাব উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য ভারতীয় হাইকমিশকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, “সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের জন্য ভারত সরকার যে সহযোগিতা করছে তাতে উভয় দেশের সরকার ও জনগনের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।”

হাইকমিশনের সচিব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, “ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকে কলকাতা, ত্রিপুরা এবং ভারতের অন্যান্য অঞ্চলে নাটক মঞ্চায়নের জন্য আহ্বান জানানো হবে। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়বে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. আফসার আহমদ, বিভাগীয় সভাপতি খায়েরুজ্জাহান মিতু, সোমা মুমতাজ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়