জবিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর ১২টায় আবেদন গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আবদেন করা যাবে। মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ আবেদন করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষবারের মতো দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ সুযোগ আর থাকছে না। এ, বি, সি ও ডি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং ই ইউনিটের জন্য চারশো পঞ্চাশ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের সময় কোটা উল্লেখ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটের ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনসহ সর্বমোট ২৭৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








