শাহজাদপুরে বন্যাকবলিত ৬০টি প্রাথমিক বিদ্যালয়
সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে ডুবে গেছে।
ডুবে যাওয়া এসব বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। ঘর না পাওয়ায় খোলা আকাশের নিচেই অনেক স্কুলের ক্লাস নেওয়া হচ্ছে।
এসব স্কুলগুলি হলো- সাহেবপাড়া, কচুয়া, দামুয়াপাড়া, রাণীকোলা, কৈজুরী, বিনোটিয়া, ভেড়াকোলা, গোপিনাথপুর, ফকিরপাড়া, শিমুলকান্দি, বৃ-হাতকোড়া, সরাতৈল, তারটিয়া, শিবরামপুর, মোহাম্মদপুর, চুলধরি, বাঐখোলা, চরবেলতৈল নতুনপাড়া, রতনদিয়া, ধরজামতৈল, ধরজামতৈল পশ্চিমপাড়া, সরাতৈল চেংটারচর, পূর্বচরবেলতৈল মোল্লাপাড়া, রতনকান্দি উত্তরপাড়া, ঘোরশাল বালক, ঘোরশাল বালিকা, ভেন্নাগাছি, কাদাইবাদলা, চরবাতিয়া, পূর্বখারুয়া, পূর্বচরকৈজুরী, চরবর্ণিয়া, ধলাই, গোপালপুর, মৌকুড়ি, হাটবায়ড়া, দত্তদরতা, জগতলা, বিয়ানপুর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জমান জানান, ‘উপজেলার ২২২টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশই বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬০টি ডুবে গেছে। ঝুঁকি এড়াতে ডুবে যাওয়া বিদ্যালয়গুলির শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। এছাড়া আরো অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।’
অপরদিকে উপজেলার নগরডালা, ডায়া, কৈজুরী, পোরজনা, জামিরতা, জগতলা, গুদিবাড়ী, রূপপুর উড়িরচর, পাড়কোলা, জুগনীদহ, বাড়াবিল, মাদলা, দাবারিয়া, শান্তিপুর, দরগারচর, প্রাণনাথপুর গ্রামের ২শতাধিক কাঁচাঘরবাড়ি ও ২০ কিলোমিটার কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার মানুষ। মাঠঘাট ও গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যা দূর্গতদের মাঝে এখনও কোনো ত্রাণ সামগ্রী না পৌঁছায় তারা মানবেতর জীবনযাপন করছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রশাসন থেকে বন্যার্তদের সাহায্য দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








