বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুক্রবার শুরু
গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ/বিএসএস পরীক্ষা-২০১৪ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৩৩ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের বিএ/বিএসএস পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ সিমেস্টার পর্যন্ত মোট ২ লাখ ৭৪ হাজার ৭ শত ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার ছুটির দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নবেম্বর এ পরীক্ষা শেষ হবে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








