News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৩, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

ছাত্রলীগকর্মীর হামলায় জবি সাংবাদিক আহত

ছাত্রলীগকর্মীর হামলায় জবি সাংবাদিক আহত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আতাউর রহমান ডেভিট নামে এক ছাত্রলীগ কর্মীর হামলায় দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়া আহত হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহাইল মিয়াকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে সোহাইল ও ছাত্রলীগ কর্মী ডেভিটের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আতাউর রহমান ডেভিট ও আবু জাফর মিলে ইট দিয়ে সোহাইলের মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে। পরে তার বন্ধুরা সোহাইলকে আহত অবস্থায় প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং আতাউর রহমান ডেভিটকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ডেভিটকে সাময়িক বহিষ্কার করেছি। তদন্ত শেষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়