News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

মানারাত বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মানারাত বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘মিডিয়া শিক্ষা এবং পেশার উপযোগী কার্যকর শিক্ষাদান এবং শিক্ষণ কৌশল’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম কোরবান আলী।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের গণযোগাযোগ বিষয়ক অধ্যাপক ও কুয়েত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলাম ভূঁইয়া।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক রফিকুজ্জামান রোমানের সঞ্চলনায় সেমিনারে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিজম বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ মূল বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. এম কোরবান আলী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের শিক্ষার্থীদের ভালো সাংবাদিক হওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও সত্যানুসন্ধানী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। সেমিনারে জার্নালিজম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়