News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:০৭, ২৩ জানুয়ারি ২০২০

টেস্টে পাস না করলে চূড়ান্ত পরীক্ষা নয়

টেস্টে পাস না করলে চূড়ান্ত পরীক্ষা নয়

ঢাকা: নির্বাচনী পরীক্ষায় (টেস্ট) উত্তীর্ণ না হলেও ক্লাসে শতকরা ৭০ ভাগ উপস্থিতি থাকলেই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে বলে যে নির্দেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

এর ফলে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে শুধু ক্লাসে উপস্থিত থাকলেই হবে না, নির্বাচনী পরীক্ষায় পাস করতে হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

গত ১ মার্চ শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সই করা পরিপত্রে পাবলিক পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ কিন্তু ৭০ শতাংশ উপস্থিতি ছিল এমন শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল।

জারিকৃত এ আদেশে বলা হয়, শুধু ৭০ ভাগ ক্লাস হাজিরার ভিত্তিতে টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে পরীক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ নষ্ট হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্ব হ্রাস পাওয়ার আশঙ্খা থেকে যাবে। এতে পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর পরিপ্রেক্ষিতে শুধু ৭০ ভাগ ক্লাস উপস্থিতির ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ মার্চের পরিপত্র বাতিল করা হলো।

তবে অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণে অসমর্থ হলে তার পূর্বের একাডেমিক রেকর্ড ও ক্লাস কার্যক্রমের ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয় প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক বিবেচনা করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়