News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৭, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৩১, ৩০ জানুয়ারি ২০২০

সোনার খোঁজে পণ্ডশ্রম

সোনার খোঁজে পণ্ডশ্রম

চীনের ছোট শহর মিয়ান। প্রতিদিন সকালেই সেখানকার ব্যস্ত বাসিন্দারা নিজ নিজ কাজে বেরিয়ে পরেন। ২৬অগাস্ট সকালেও যে যার মত বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। কিন্তু হটাৎ করেই সকলে রাস্তায় দেখতে পায় সোনার মত চকচকে ধাতু কণা! সকলের ধারনা হয় সেগুলো সোনার টুকরো। সাথে সাথে রাস্তা বন্ধ করে শত শত মানুষ নেমে পরে তা সংগ্রহের কাজে। এভাবেই চলতে থাকে দিনভর সোনা কুড়নোর কাজ। কিন্তু দিন শেষে তারা বুঝতে পারে যে সে গুলো সোনা না!ডেইলি মেইল।

গত বুধবার সকালে ওই শহরের জিনজিয়ান রোড এবং ষ্টেট রোডে সোনার মত এক ধরনের চকচকে সোনালী ধাতব কণা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। অনেকেরই ধারনা হয় কেউ সোনা ছড়িয়ে গেছে রাস্তা জুড়ে। সাথে সাথেই তারা নেমে পরে তা সংগ্রহ করতে। অনেকে তাদের পরিচিতদের ফোন করে বড় থলে নিয়ে আসতে বলে সে গুলো সংগ্রহের জন্য। সকাল ৬টা থেকে বেলা ১০টার মধ্যেই পুরো রাস্তা দখল করে শত শত মানুষ। রাস্তার ট্রাফিক বন্ধ হয়ে যায় সারাদিনের জন্য। কিন্তু সারাদিনের এই শ্রম পণ্ড হয়ে যায় যখন দিন শেষে তারা বুঝতে পারে তারা আসলে সোনা না বরং কুড়িয়েছে গন্ধক বা সালফারের চূর্ণ।

পরে তদন্তে জানা যায়, সালফার সরবরাহকারী একটা ট্রাক যাচ্ছিল পার্শ্ববর্তী এলাকার নির্মাণাধীন একটা স্থানে। সেই সময় দুর্ঘটনাক্রমে এর অনেকটাই রাস্তায় পরে যায়। সকালের আলোতে সেই কণা গুলো সোনার মত চকচক করতে থাকে। সেটা দেখেই সোনা ভেবে শত শত মানুষ পণ্ডশ্রম করে সারাদিন।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়