News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

৫০০০ বছর বয়সী মানুষের সন্ধান!

৫০০০ বছর বয়সী মানুষের সন্ধান!

 

ভারতের উত্তর প্রদেশে প্রায় ৫ হাজার বছর বয়সী এক মানুষের সন্ধান পাওয়া গেছে। সেখানকার লিলোথি নাথ মন্দিরে তিনি রোজ পূজা দিতে আসেন। স্থানীয়দের বিশ্বাস, এই মানুষটি আসলে মহাভারতের ‘অশ্বত্থামা’।

লোকমুখে ওই মানুষের সন্ধানের খবর পাওয়ার পর জি নিউজের একটি বিশেষ দল পাড়ি জমিয়েছিল লিলোথি নাথ মন্দিরে। পাশাপাশি তারা অভিযান চালায় শিবরাজপুর ও খেরেশ্বর মন্দিরেও। প্রতিটি মন্দিরেই ভক্তেরা জানিয়েছেন, ওই মানুষটিকে তারা দীর্ঘদিন ধরেই দেখছেন। তার নাম শুনলেই দুই হাত জোড় করে প্রণাম করেন এলাকার মানুষ।

স্থানীয়দের বিশ্বাস, তিনিই মহাভারতের ‘অশ্বত্থামা’। স্থানীয় প্রতিটি মন্দিরে তিনি রোজ সকালে পূজা দেন। ঈশ্বরকে জল-মিষ্টি খাওয়ান। প্রতিদিন এই উপাচার পালন করেন তিনি। এমনকী, মন্দিরের দরজা বন্ধ থাকলেও এই বুড়ো ভক্তের নিয়মের লঙ্ঘণ হয় না।

জি নিউজের সাংবাদিকরা স্থানীয় ডাক্তার, শিক্ষক, পূজারিদের সঙ্গে কথা বলে তার বিষয়ে নিশ্চিত হয়েছেন। তবে তার বয়স সত্যিই পাঁচ হাজার বছর কি না তার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়