News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

মাত্র ৩৩.৩১ ডলার খরচে চাঁদে গিয়েছিলেন অলড্রিন!

মাত্র ৩৩.৩১ ডলার খরচে চাঁদে গিয়েছিলেন অলড্রিন!

মানব সভ্যতার অন্যতম স্মরণীয় ঘটনাটি ঘটে ১৯৬৯ সালের ২০ জুলাই। তখন মানুষ প্রথম চাঁদে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করে। সে রোমাঞ্চকর যাত্রায় নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী ছিলেন মহাকাশচারী বুজ অলড্রিনও। কিন্তু কোটি ডলারের চন্দ্র যাত্রায় অলড্রিন খরচ করেছিলেন মাত্র ৩৩ ডলার ৩১ সেন্ট!

অলড্রিন ছিলেন অ্যাপোলো ১১-এর চালক। সম্প্রতি পালিত হলো চন্দ্র জয়ের ৪৬তম বর্ষপূর্তি। সেই কারণেই অলড্রিন তার ফেসবুক এবং টুইটারে পোস্ট করেছিলেন চন্দ্র জয়ের কিছু তথ্য।

সে তথ্যে একটি ভ্রমণ খরচের তালিকাও ছিল। যেখানে লেখা ছিল- হস্টন থেকে টেক্সাস সেখান থেকে চাঁদ এবং চাঁদ থেকে আবার পৃথিবীতে ফিরে আসতে তার যাতায়াত খরচ লেগেছিল মাত্র ৩৩ ডলার ৩১ সেন্ট।

বুজ অলড্রিনের সেই পোস্টে অনেকেই মজা করে লিখেছেন, খরচ এতো কম হলে যে কেউই চাঁদে গিয়ে ঘুরে আসতে চায়।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়