মেকআপহীন নববধূকে দেখে ভয় পেয়ে গেলেন বর!
রূপচর্চা তথা মেকআপের আগে পরে মেয়েদের চেহারা-সুরতে একটু তারতম্য হয় বা হবেই, এটা সবাই মানেন। কিন্তু ঘটনা কী এমন ঘটেছে কখনো যে বিনা মেকআপে স্ত্রীর চেহারা এতটাই বদলে যায় যে স্বামী তাকে চিনতেই পারেন না!
এ ধরনের প্রশ্নের উত্তের এর আগে `হ্যাঁ` বলে থাকলেও এবার `না` বলতে পারেন। কারণ, এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের প্রতিবেশী আফ্রিকান দেশ আলেজরিয়াতে।
পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি দেশটিতে বিয়ের পরদিনই এক ব্যক্তি তার নববধূকে চিনতে পারছেন না বলে জানান। বিয়ে পরবর্তী রাত্রীযাপনের পরদিন সকালে ঘুম থেকে উঠে `সঙ্গী নারীকে` দেখে চমকে যান স্বামী।
স্থানীয় পত্রিকা স্বামীর বরাত দিয়ে জানায়, প্রথমে তিনি মনে করেন ঘরে চোর ঢুকেছে। তিনি ধমকের সুরে জানতে চান তার ঘরে কী উদ্দেশ্যে এসেছে সে।
সদ্য পরিণয় সূত্রে আবদ্ধ পতির এমন বচনে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী। শুরু হয় হৈ চৈ জটিলতা। অনেক তর্ক আর প্রমাণাদি উপস্থাপনের পর স্বামীটি স্বীকার যান যে তার সামনে উপস্থিত নারীকেই গতরাতে তিনি বিয়ে করেছেন।
বিষয় যদি এই মেনে নেওয়াতেই থেমে থাকতো তবে কথা ছিল না। কিন্তু যখন স্বামী মহাশয় বুঝতে পারেন মেকআপে তার স্ত্রীকে অনেক আকর্ষণীয় দেখায় তখনি তিনি আরও ক্রুদ্ধ হয়ে পড়েন। তিনি শেষতক `মনস্তাত্ত্বিক প্রতারণার` অভিযোগে নববধূর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। এতে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হবে ২০ হাজার ডলার (১৫ লাখ ৫৫ হাজার টাকা)।
স্থানীয় পত্রিকাকে `হতাশ` স্বামী অভিযোগ করে বলেন, বিয়ের আগে দিয়ে তাকে বেশ সুন্দর আর আকর্ষক দেখায়। কিন্তু বিয়ের পরদিন সকালে যখন সে মেকআপ ধুয়ে ফেলে তখন তাকে দেখে আমি ভয় পেয়ে যাই। এনবিটি।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








