News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

সৌদিতে গৃহকর্মী বিক্রির বিজ্ঞাপন!

সৌদিতে গৃহকর্মী বিক্রির বিজ্ঞাপন!

সামাজিক একটি বেচাকেনার সাইটে এক সৌদি নাগরিক গৃহকর্মী (কাজের বুয়া) বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন। ব্যতিক্রমী এ বিজ্ঞাপনের ঘটনায় হৈচৈ শুরু হয়েছে সেখানকার সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার স্থানীয় দৈনিকে প্রকাশিত খবরে জানা যায়, বিজ্ঞাপনে ২৫ হাজার রিয়ালের বিনিময়ে (৫ লাখ ১৯ হাজার টাকা) তার বাড়িতে কর্মরত শ্রীলঙ্কান গৃহকর্মীকে হস্তান্তরের ঘোষণা দেন ওই সৌদি। তিনি আরও জানান, ৩০ বছর বয়সী গৃহকর্মীটি শিশুদের লালন পালনে অভিজ্ঞ।

বিজ্ঞাপনে আরও জানানো হয়, গৃহকর্মীর সঙ্গে তিনি তার চুক্তি সমাপ্ত করতে চাইছেন। শ্রীলংকান ওই নারী তার চুক্তি সমাপনান্তে দেশে ফেরার আগে শেষ বছরটি অন্য কোনো মালিকের অধীনে কাজ করতে চাইছেন।

তবে পত্রিকাটি ‘গৃহকর্মী বিক্রয়ে ইচ্ছুক’ নিয়োগকর্তা বা ‘বিক্রয়যোগ্য’ গৃহকর্মীর নাম-পরিচয় জানায়নি।

প্রসঙ্গত, দুনিয়ার অন্যান্য দেশের মতো এ দেশটিতেও বাসাবাড়ির কাজের লোক তথা গৃহকর্মীর খুব চাহিদা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/একে





নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়